৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে আছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। স্মার্টফোনটিতে ফেজ ডিটেকশন অটোফোকাস এবং ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশসহ এফ/১.৯ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে।
প্রথমবারের মতো ৬ জিবি র্যামের গ্যালাক্সি সি৯ প্রো উন্মুক্ত করল স্যামসাং। চীনে নতুন এ ফোনটি উন্মোচন করেছে স্যামসাং। স্মার্টফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ চিপসেট।
৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে আছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। স্মার্টফোনটিতে ফেজ ডিটেকশন অটোফোকাস এবং ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশসহ এফ/১.৯ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। তাছাড়া ফোনটির ফ্রন্টেও আছে এফ/১.৯ অ্যাপার্চারযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ডুয়াল সিম সমর্থিত সি৯ প্রো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলে। এটি ফোরজি, এনএফসি, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং ওয়াই-ফাই সংযোগ সমর্থণ করে। স্যামসাংয়ের নতুন ফোনটিতে ৬৪জিবি এক্সপেন্ডেবল স্টোরেজ এবং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী আছে। স্মার্টফোনটি ১১ নভেম্বর স্টোরে চীনে কিনতে পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া