This is a news site covering Entertainment and,celebrity news.

Saturday, October 22, 2016

স্যামসাংয়ের ৬জিবি র‌্যামের প্রথম স্মার্টফোন উন্মোচিত

৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে আছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। স্মার্টফোনটিতে ফেজ ডিটেকশন অটোফোকাস এবং ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশসহ এফ/১.৯ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে।
প্রথমবারের মতো ৬ জিবি র‌্যামের গ্যালাক্সি সি৯ প্রো উন্মুক্ত করল স্যামসাং। চীনে নতুন এ ফোনটি উন্মোচন করেছে স্যামসাং। স্মার্টফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ চিপসেট।
৬ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে আছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। স্মার্টফোনটিতে ফেজ ডিটেকশন অটোফোকাস এবং ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশসহ এফ/১.৯ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। তাছাড়া ফোনটির ফ্রন্টেও আছে এফ/১.৯ অ্যাপার্চারযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ডুয়াল সিম সমর্থিত সি৯ প্রো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলে। এটি ফোরজি, এনএফসি, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং ওয়াই-ফাই সংযোগ সমর্থণ করে। স্যামসাংয়ের নতুন ফোনটিতে ৬৪জিবি এক্সপেন্ডেবল স্টোরেজ এবং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী আছে। স্মার্টফোনটি ১১ নভেম্বর স্টোরে চীনে কিনতে পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Share:

স্কুলের বাথরুমেও CCTV! আলিপুরদুয়ারে বিক্ষোভ


একটি বেসরকারি স্কুলের বাথরুম থেকে শুরু করে সব ঘরে CCTV বসানোকে ঘিরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে। নিখিল ভারত সাহিত্য সম্মেলনের অতিথিদের ওই স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা CCTV দেখতে পেয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজেয়াপ্ত করা হয়েছে CCTV-গুলি।

শুক্রবার থেকে আলিপুরদুয়ারে শুরু হয়েছে নিখিল ভারত সাহিত্য সম্মেলন। ওই সম্মেলনের বেশ কিছু মহিলা ও পুরুষ অতিথিদের রাতে ওই স্কুলে থাকার ব্যবস্থা করা হয়। শুক্রবার রাতে তাঁদেরই একজন সক্রিয় অবস্থায় CCTV দেখতে পান। তাঁরা খোঁজাখুঁজি করে দেখেন স্কুলের সব ঘরেই CCTV লাগানো। এমনকী বাথরুমেও CCTV সক্রিয় রয়েছে। এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। স্কুল কর্তৃপক্ষকে সব ক'টি CCTV বন্ধ করতে বলা হয়। স্কুল কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্মেলনে অংশগ্রহণকারী এক মহিলা বলেন, 'আমাদের ঘরেও CCTV ছিল। তার মানে পোশাক বদলের ছবিও ধরা পড়েছে ওই CCTV-তে। এটা তো ভয়ঙ্কর অপরাধ।' স্কুল কর্তৃপক্ষের অবশ্য যুক্তি, স্কুলের নিরাপত্তার স্বার্থেই CCTV লাগানো হয়েছে। আর যে বাথরুমে CCTV রয়েছে, সেটি ছেলেরা ব্যবহার করে।

যদিও ছেলেদের বাথরুমে CCTV লাগানো বেআইনি বলেই জানাচ্ছে পুলিশ। পাশাপাশি স্কুলে যখন মহিলা অতিথিরা রয়েছেন, তখন সিসিটিভি কেন বন্ধ করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Share:

নাবালিকা ধর্ষণে গ্রেপ্তার সন্ন্যাসী



নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক সন্ন্যাসী৷ শুধু দিনের পর দিন ধর্ষণ নয়, নাবালিকা ছাত্রীটির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বাঁকুড়া শাখার আশ্রমে কর্মরত ছিল ওই সন্ন্যাসী৷ আশ্রমটির গ্রন্থাগার দেখভাল করার দায়িত্ব ছিল তার৷ নবম শ্রেণির এক ছাত্রী সেই গ্রন্থাগারে প্রতিদিন পড়াশোনা করতে আসত৷ প্রথমে নানা প্রলোভন দেখিয়ে, পরে ব্ল্যাকমেইল করে ওই সন্ন্যাসীটি তাকে আশ্রমের মধ্যেই একটি ঘরে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সন্ন্যাসীকে গ্রেপ্তার করেছে৷ বাঁকুড়া জেলা আদালত তাকে ২ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ তার কুকর্মের দায় নেয়নি ধর্মীয় প্রতিষ্ঠানটি।

সংস্থার বাঁকুড়া শাখার সম্পাদক স্বামী মুক্তিকামানন্দ বলেন,‘যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে আমাদের আশ্রমের এখন আর কোনও সম্পর্ক নেই৷ তাকে ১৫ দিন আগে আমাদের প্রতিষ্ঠান থেকে বিতাড়ণ করা হয়েছে৷ ফলে তার সম্পর্কে অভিযোগ নিয়ে আমরা কোনও মন্তব্য করব না৷’ কিন্ত্ত কেনও ওই সন্ন্যাসীকে বহিষ্কার করা হল ধর্মীয় প্রতিষ্ঠানটি থেকে, তার কোনও ব্যাখ্যা তিনি দেননি৷ অভিযুক্ত সন্ন্যাসীর নাম স্নেহাশিস মহারাজ৷ বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন,‘বৃহস্পতিবার রাতে আমরা ধর্ষণের অভিযোগ পাই৷ তারপরেই বর্ধমানের মেমারি থেকে স্নেহাশিস মহারাজ নামে ওই সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত শুরু হয়েছে৷’ইতিমধ্যে লাগাতার ধর্ষণের জেরে নির্যাতিতা ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছে৷

ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর বাঁকুড়া মেডিক্যাল কলেজে তার শারীরিক পরীক্ষা করিয়েছে পুলিশ৷ ধর্ষণের পাশাপাশি সন্ন্যাসীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে ছাত্রীটির পরিবার৷ তার বাবা বলেন,‘আমরা বিধ্বস্ত৷ কথা বলার মতো অবস্থায় নেই আমরা৷ শুধু চাইছি, যেন ওই মহারাজের কঠিন সাজা হয়৷ একজন সন্ন্যাসী হয়ে তিনি যে কাজটি করলেন, তা কখনই মানা যায় না৷’তিনি জানিয়েছেন, ব্ল্যাকমেইল করার কুমতলব নিয়েই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওই সন্ন্যাসী তার মোবাইলে তুলে রাখত৷ ছাত্রীটি তার পরিবারকে জানিয়েছে, ধর্ষণে আপত্তি জানালে ওই সন্ন্যাসী সেই ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত৷ ছাত্রীটি বাঁকুড়ার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে৷

ধর্মীয় প্রতিষ্ঠানটির আশ্রম বাঁকুড়ার যে পাড়ায়, সেখানকারই বাসিন্দা ছাত্রীটি৷ আশ্রমে গ্রন্থাগার থাকায় বিনা খরচে সে সেখানে নিয়মিত পড়াশোনা করতে যেত৷ সেই সূত্রেই সে ওই সন্ন্যাসীর খপ্পরে পড়ে বলে অভিযোগ৷ আশ্রমেরই একটি ঘরে সে নাবালিকাকে ধর্ষণ করত৷ দিনের পর দিন এমন নির্যাতনের জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে৷ বুধবার তার অসুস্থতা পরিবারের নজরে পড়ে৷ জিজ্ঞাসাবাদ শুরু করলে নাবালিকাটি সব কথা তার মা-কে খুলে বলে৷ এরই মধ্যে বৃহস্পতিবার এলাকার অনেকের মোবাইলে ছাত্রীটি ও ওই সন্ন্যাসীর ঘনিষ্ঠ মুহূর্তেক ছবি ছড়িয়ে পড়ে৷ এতে পরিবারটি ভেঙে পড়লেও এলাকার বাসিন্দারা তাদের পাশে দাঁড়ায়৷ বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সদর থানায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷


পরে রাতেই ছাত্রীটির পরিবার থানায় এফআইআর করেন৷ শুক্রবার সকালেই স্নেহাশিস মহারাজকে মেমারি থেকে গ্রেপ্তার করে আনে পুলিশ৷ তার বিরুদ্ধে ধর্ষণ ও শিশুদের যৌন নিগ্রহের পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, দিনের পর দিন ওই সন্ন্যাসী আশ্রমের মধ্যে এমন কুকর্ম চালিয়ে গেলেও তা ধর্মীয় প্রতিষ্ঠানের নজরে এল না কেনও?
Share:

Sunday, October 16, 2016

The Best Sunglasses for Men and Women for Fall 2016

       because while you’re protecting your eyes from that pesky sun, you might as well look good at the same time. From Aviators and Wayfarer to Ray Ban and Oakley we’ve got you covered.
  Sunglasses are like shoes, you don’t just own one pair.  Some sunglasses are perfect to sport with your work attire (yawn), others are more casual when you’re hitting up the beach, and some are a must-have when you’re just trying to make a statement. We had such high demand for our men’s sunglasses roundup that expanded by adding our picks for the top sunglasses for women too (scroll below the men’s to get to the women’s).  Shop our top picks of the best men’s and women’s sunglasses for the 2016 season:


1.  Ray-Ban Black/Grey Men’s Sunglasses 


2.   Warby Parker ‘Ames’ Whiskey/Tortoise


3.  Lowry Whiskey-Tortoise Mens Sunglasses


4.  New Dior Metal Framed Sunglasses in Blue & Silver



5.  Original Aviator Ray-Ban Sunglasses in Gold/Brown


6.  Persol Thick Black Rectangular Sunglasses for Men



7.  Classic Clubmaster Sunglasses from Ray Ban

8.  Prada Rectangle-Wrap Sunglasses in Gunmetal Grey



9.  Barkley Sunglasses in Cognac & Blue


10.  Original Shiny Gold/Green Pilot Sunglasses

 

Share:

20 Best Crazy Cool and Awesome Winter Collection For Mens ( Part 1 )


1.
2.
3.
4.
5.
6.

 7.

 8.

 9.

10.

Share:

pop e

juicy

PAGEVIEWS


Powered by Blogger.

Know Us

Contact Us

Name

Email *

Message *

Breaking News

Pages